টানা পাঁচ কার্যদিবস দরপতন হওয়ার পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

এদিন যে কয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে ৮ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও উত্থান হয়েছে। পাশাপাশি সার্বিক লেনদেনের পরিমাণ বেড়েছে শতকোটি টাকার বেশি। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ সিকিউরিটিজের দর ও সবগুলো মূল্যসূচক বাড়ার পাশাপাশি এক্সচেঞ্জের সার্বিক লেনদেনে গতি বেড়েছে।  

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৮৮টির, বিপরীতে ৩৭টির দর কমেছে। এই দরবৃদ্ধি হওয়া সিকিউরিটিজের সংখ্যা দরপতনের চেয়ে ৮ দশমিক ১৬ গুণ বেশি। আর দিনশেষে ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৫ পয়েন্টে উঠেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১০০৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৯৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ২৯৩ কোটি ২১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ১০২ কোটি ৭৪ লাখ টাকা।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। এর মধ্যে সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬০৯ পয়েন্টে উঠেছে। আর প্রধান সূচক সিএসসিএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সোমবার এক্সচেঞ্জটিতে মোট ১৫৫টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্য ৮৮টির দর বেড়েছে, কমেছে ৫০টির এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে আজ ১৫ কোটি ৩৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ১২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এমএমএইচ/এসএম