জীবনবিমা কোম্পানি সোনালী লাইফ ইনস্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হবে আজ বুধবার (৩০ জুন)। সকাল ১০টায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেন শুরু হবে।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করায় বুধবার (৩০ জুন) থেকে লেনদেন করবে সোনালী লাইফ। ডিএসইতে কোম্পানি কোড -‘SONALILIFE’ এবং কোম্পানি কোড নম্বর হবে–২৫৭৫১।

তিনি বলেন, নতুন কোম্পানির ক্যাটাগরি হিসেবে এন ক্যাটাগরি লেনদেন শুরু করবে সোনালী লাইফ।

নতুন নিয়ম অনুসারে মঙ্গলবার (২৯ জুন) আইপিও শেয়ার আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দিয়েছে কোম্পানিটি।  নতুন নিয়মে আবেদনকারীরা সর্বনিম্ন ১৭টি করে শেয়ার পেয়েছেন। কোম্পানির আইপিওতে যেসব বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদন করেছে তারাই পেয়েছেন ১৭টি করে শেয়ার । যারা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার আবেদন করেছেন তারা ৩৪টি থেকে ৮৫টি শেয়ার পেয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর কোম্পানিটিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫২তম সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।

এরপর সোনালী লাইফ ইনস্যুরেন্সের আইপিও গত ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৯ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

এমআই/এসকেডি