সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওতে) সাধারণ বিনিয়োগকারীদের আবেদন গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে। গত ৫ জুলাই শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। 

বুধবার (০৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ৫ জুলাই শুরু হওয়া আবেদন শেষ হওয়ার সময় ছিল ১১ জুলাই। কিন্তু ওই দিন ব্যাংক বন্ধ থাকায় আবেদন গ্রহণ শেষ হবে ১২ জুলাই।

উল্লেখ্য, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১০০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক। ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হবে। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ কেনার পাশাপাশি আইপিওর খরচ বাবদ ব্যয় করবে ব্যাংকটি।

ব্যাংকটির প্রসপেক্টাস অনুসারে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু ১৩ টাকা ১৮ পয়সা। শেয়ার প্রতি আয় ৯৪ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ১ টাকা ২৪ পয়সা।

ব্যাংকটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৯৮ কোটি টাকা। ব্যাংকটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এমআই/জেডএস