সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এদিন প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের শেয়ারের দাম বেড়েছে। অপরদিকে ব্যাংক খাতের পাশাপাশি কমেছে বিমা, ওষুধ, রসায়ন এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম।

সোমবার লেনদেনের প্রথম ১ ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০৩ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, লেনদেনের প্রথম এক ঘণ্টায় ডিএসইতে মোট ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। এ সময় লেনদেন হয়েছে ৬১১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ৫৬টিরই দাম বেড়েছে। একইভাবে দাম বেড়েছে আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৪টির শেয়ারের। এছাড়াও প্রকৌশল খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে।

দেশের আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৪ লাখ ৭১হাজার ৮৩৫ টাকা।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিত হয়ে লেনদেনে নিরুৎসাহিত করেছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ। যে কারণে বেশিরভাগ বিনিয়োগকারীই এখন মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করছেন। আজ থেকে পুঁজিবাজারে লেনদেন হবে দুপুর ২টা পর্যন্ত।

এমআই/এমএইচএস