ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড লিমিটেড। কোম্পানিটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসার এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। সেখান থেকে ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্টি। ঘোষিত লভ্যাংশ ইউনিট হোল্ডারদের মধ্যে বিতরণের জন্য ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর।

২০২১ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সা।

এমআই/জেডএস