প্রথম ঘণ্টায় ডিএসইতে সাড়ে ৮শ কোটি টাকা লেনদেন
আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি ব্যাংক খাতের শেয়ারের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার কেনার আগ্রহ থাকলেও বস্ত্র, বিমা, ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাতের শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। ফলে দিনের প্রথম আধা ঘণ্টায় সূচকের উত্থান হলেও এরপর সূচক পতন শুরু হয়েছে।
তাতে লেনদেনের প্রথম এক ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬১ পয়েন্ট।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। লেনদেন হয়েছে ৮৪৭ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করছে।
বিজ্ঞাপন
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৫টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৩ হাজার ৬০৫ টাকা।
এমআই/জেডএস