সম্পদ ব্যবস্থাপকের লাইসেন্স পেল সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির সম্পদ ব্যবস্থাপকের লাইসেন্সের অনুমোদন দিয়েছে।

বুধবার (১৮ আগস্ট) কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি।

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটডে তালিকাভুক্ত কোম্পানি। সন্ধানী গ্রুপের পুঁজিবাজার সংশ্লিষ্ট আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে- সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড (মার্চেন্ট ব্যাংক) এবং মোনা সিকিউরিটিজ লিমিটেড (ব্রোকারেজ হাউজ)। সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে সন্ধানী গ্রুপ পুঁজিবাজারে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও সম্প্রসারিত করার সুযোগ পেল।

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। মীর আরিফুল ইসলাম সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে যোগদানের আগে তিনি প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ফান্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৩ বছরের বেশি সময় ধরে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। তার ব্রোকারেজ অপারেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিসার্চ অ্যান্ড এনালাইসিস এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

পেশাগত দক্ষতা বাড়াতে তিনি দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে স্নাতক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফেরমেশন সিস্টেম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের সহযোগী সদস্য।

এমআই/এসএসএইচ