মুনাফা কমেছে বিডি অটোকারের
সর্বশেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) সামান্য বাড়লেও ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসে ইপিএস কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকার্স লিমিটেডের।
কোম্পানির জুলাই-মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। যা রোববার (২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, কোম্পানিটির গত অর্থবছরের তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে (জুলাই২০-মার্চ২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭৯ পয়সা। অর্থাৎ শতাংশের হিসাবে মুনাফা কমেছে ৪৮ পয়সা বা ৬১ শতাংশ।
কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তিন মাসে (জানুয়ারি২১-মার্চ২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১ পয়সা বা ২০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৮০ পয়সা।
বিজ্ঞাপন
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ারের সংখ্যা ৪৩ লাখ ২৬ হাজার ১৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৯ টাকা ৯ শতাংশ শেয়ার।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১৪৬ টাকা ৫০ পয়সায়। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ বছর ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এমআই/জেডএস