ব্যাংক খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৮১ পয়েন্ট।

ফলে টানা সাতদিন পুঁজিবাজারে উত্থান হলো। আর তাতে গত ছয় কার্যদিবসে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ২৭ হাজার কোটি টাকার বেশি।

এদিন ডিএসইতে ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে দুটির, আর অপরিবর্তিত রয়েছে ৮ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এছাড়াও গ্রামীণফোন, বার্জার পেইন্টস এবং ইউনিলিভারসহ অধিকাংশ বহুজাতিক কোম্পানির দাম বেড়েছে। আর তাতে পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে মোট ৩৭৪টি প্রতিষ্ঠানের ৬১ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৭০৪টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ ৬৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা লিমিটেড। দ্বিতীয় স্থানে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড, তৃতীয় স্থানে ছিল কেপিসিএল শেয়ার। এরপর যথাক্রমে ছিল বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, বিডি ফাইন্যান্স, লাফার্জহোলসিম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৪৪ লাখ৫৬ হাজার ৪৫২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০৪ কোটি ১৬ লাখ ৪২ হাজার ১৯৭৫ টাকা।

এমআই/এসএম