সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে পুঁজিবাজারে। রোববার (২৪ জানুয়ারি) ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব কোম্পানির শেয়ার দাম কমেছে। তাতে সূচকের পাশাপাশি লেনদেনে ধীরগতি দেখা গেছে।

এসময়ে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে দাম কমেছে ২৪টির। অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ারের দাম।

এসময়ে ২৩টি আর্থিকখাতের কোম্পানির মধ্যে দাম কমেছে ১৫টির, অপরিবর্তিত রয়েছে তিনটির। অন্যদিকে টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা, গ্রামীণফোনের শেয়ারের দামও কমেছে।

ফলে বেলা ১১টা পর্যন্ত সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৬টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৯টির, অপরিবর্তিত রয়েছে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩৮ দশমিক পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট।

তাতে ডিএসইতে মোট লেনদেনে হয়েছে ৫০৬ কোটি ৬২ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৭ কোটি ৭২ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৬১টির, অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/ওএফ