শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। বহুজাতিক এই কোম্পানিটির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় ২০২১-২২ অর্থবছরের ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর ২১) নিরীক্ষিত আর্থিক হিসাব করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দেওয়া হয়েছে।

লভ্যাংশ দেওয়ার জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের লক্ষ্যে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর একই সময়ের জন্য ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ম্যারিকো।

৩ কোটি ১৫ লাখ শেয়ারের কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছিল ২ হাজার ৩০৮ টাকা দরে। ফলে ৩১ কোটি ৫০ লাখ টাকার কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৫ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা।

এমআই/জেডএস