সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আড়াই ঘণ্টা পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৪শ কোটি টাকার কিছু বেশি। একই সময়ে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার বেশি।

সকাল ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইতে সূচক কিছুটা বাড়ে। তবে ২০ মিনিটের মধ্যে শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। এরপর আবার সূচক কিছুটা উঠলেও তা ধরে রাখতে পারেনি বাজার। তাতে বেলা সাড়ে ১২টায় এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ৩৩ পয়েন্ট। 

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম কমেছে ২০৪টির, বেড়েছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দর।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই একশ পয়েন্টের বেশি কমেছে। এ বাজারেও লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

জেডএস