চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিউক্যালস লিমিটেডের। মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১ সময়ে এমবি ফার্মার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা করে। ফলে আগের বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫ পয়সা করে।

৩০ সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৯ পয়সা। এর আগের বছরের একই সময়ে ছিল ১৮ টাকা ৬৮ পয়সা।

এদিকে জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়নি কোম্পানিটি।

এমআই/এমএইচএস