মুনাফায় ধস নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের। কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় মুনাফা কমেছে অর্ধেকের বেশি।

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৩৬৪ টাকা। যা এর আগের বছর (২০২০-২১) একই সময়ে মুনাফা ছিল ৩ কোটি ৭ লাখ ৮৬ লাখ ৬৩৪ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় ধস নেমেছে কোম্পানির প্রথম প্রান্তিকের মুনাফায়।

মুনাফা কমায় বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১ পয়সা। যা গত বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৮ পয়সা। তাতে গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ২২ পয়সা।

এ বিষয়ে কোম্পানি সচিব ঢাকা পোস্টকে সামসুল হক ঢাকা পোস্টকে বলেন, করোনার দ্বিতীয় ধাক্কায় মুনাফা কমেছে। আশা করছি আগামীতে মুনাফা ভালো হবে।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এক কোটি ৪৮ লাখ ২২ হাজার ৬১৮ শেয়ারধারীদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬ শতাংশ শেয়ার।

এমআই/এমএইচএস