‘নো’ ডিভিডেন্ডের পরিবর্তে এক শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ারহোল্ডাররা।

রোববার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সভায় পর্ষদ ঘোষিত নো ডিভিডেন্ডের প্রস্তাব বাতিল করে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।  

এর আগের বছর অর্থাৎ ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩ শতাংশ লভ্যাংশ দেয় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর মধ্যে দশমিক ৫ শতাংশ নগদ ও বাকি ২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

২০১৪ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৩৫ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬১ কোটি ৩৮ লাখ টাকা।

বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫২ লাখ ৩ হাজার ৭৬৯টি। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। রোববার শেয়ারটির লেনদেন শেষ হয়েছে ১০ টাকা ৯০ পয়সায়।

এমআই/জেডএস