ডিএসইতে প্রিমিয়ার ব্যাংক বন্ডের লেনদেন শুরু
ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটি লেনদেন শুরু হয়েছে।
ডিএসইতে বন্ডের ট্রেডিং কোড হলো-‘পিআরইবিপিবন্ড’ আর কোম্পানি কোড হলো- ২৬০০৯। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, মূলধনের ভিত্তি শক্তিশালী করতে ব্যাংকটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিক্রমে ২০০ কোটি টাকার বন্ড ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলন করবে।
বন্ড লেনদেন হওয়ার আগ পর্যন্ত ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৪৩ কোটি ৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির বন্ডটির বৈশিষ্ট্য হলো-এটা আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ও ব্যাসেল থ্রি কমপ্লায়েন্ট।
বিজ্ঞাপন
২০০ কোটি টাকার মধ্যে প্রতিষ্ঠানটি ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের (আইপিওর) মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ছিল ৫ হাজার টাকা। কুপনের হার ছিল ৬ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এই বন্ড পেতে আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করে।
৯৯৬ কোটি ৯২ লাখ টাকা রিজার্ভে থাকা এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৭২৭টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯ দশমিক ৫১ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৯৫ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।
এমআই/এনএফ