মাত্র সাতদিনে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দাম বেড়েছে ২৫ টাকা ১০ পয়সা। অস্বাভাবিক এ দর বৃদ্ধির পেছনে কোম্পানির কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না রোববার তা জানতে চেয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

আজ (সোমবার) সেই চিঠির জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের পাঠানো চিঠিতে ডিএসইকে জানানো হয়েছে, কোম্পানির কাছে শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদশীল তথ্য জানা নেই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানটির শেয়ার গত ২৯ ডিসেম্বর লেনদেন হয়েছিল ৫০ টাকায়। সেই শেয়ারের দাম ২৫ টাকা ১০ পয়সা বেড়ে ৯ জানুয়ারি লেনদেন হয়েছে ৭৫ টাকা ১০ পয়সায়। 

২০১৯ সালের সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ দেওয়া কোম্পানিটির শেয়ার সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১টি। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে মাত্র ২৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৪ শতাংশ শেয়ার।

এমআই/এনএফ