সূচকের বড় উত্থানের প্রবণতার মাধ্যমে রোববার (৬ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। সপ্তাহের প্রথম দিন ওষুধ, প্রকৌশল, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম বেড়েছে।

আর তাতে লেনদেনের প্রথম ১৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তাতে লেনদেন হয়েছে প্রায় একশ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৩ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ২২ লাখ ৫৬ হাজার ৮৬৯ টাকার শেয়ার।

সিএসইতে আধা ঘণ্টায় ৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।

এমআই/এসএসএইচ