ঊর্ধ্বমুখী সূচকে চলছে লেনদেন
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে বুধবার (৯ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ফলে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
বিজ্ঞাপন
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৫৩ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে দশমিক ৮৭ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪০৯ টাকার শেয়ার।
বিজ্ঞাপন
সিএসইতে প্রথম আধা ঘণ্টায় ৯২ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।
এমআই/জেডএস