বোনাস শেয়ার দেওয়ার অনুমোদন পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসে লিমিটেড। বুধবার (৯ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির পর্ষদ ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ারের অনুমোদন  করেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে গত বছরের ২৮ অক্টোবর, ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

এতে বলা হয়, এই বোনাস শেয়ারের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই দিন যাদের কাছে জেনেক্স ইনফোসিসের শেয়ার থাকবে তারা বোনাস শেয়ার পাবে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।

এমআই/আইএসএইচ