সোমবার বন্ধ পুঁজিবাজার
আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার। তিনি ঢাকা পোস্টকে বলেন, একুশে ফেব্রুয়ারি পুঁজিবাজার বন্ধ থাকবে। কারণ এদিন সরকারি ছুটি, ফলে ব্যাংক বন্ধ থাকে। পাশাপাশি দেশে এবং বিদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। তাই দিবসটি উদযাপনের জন্য সোমবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পুঁজিবাজারের পাশাপাশি দিবসটি উপলক্ষে ব্যাংক-বিমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ২২ ফেব্রুয়ারি যথারীতি লেনদেন চলবে পুঁজিবাজারে।
এমআই/এনএফ
বিজ্ঞাপন