বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার এ ফল প্রকাশ করা হয়, বিইউপির ওয়েবসাইটে তা পাওয়া যাচ্ছে।
ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে লিখিত পরীক্ষায় পাস করেছে ১ হাজার ৫৫০ জন। আগামী ২৭, ২৯, ৩০ ও ৩১ মার্চ উত্তীর্ণদের ভাইভা হবে।
বিজ্ঞাপন
ভাইভার দিন শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের সার্টিফিকেট ও মার্কশিট, এইচএসসি ও সমমানের সার্টিফিকেট ও মার্কশিট, কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, মিলিটারির সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের সনদ, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (১ কপি রঙিন প্রিন্ট), সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। মূল কপির পাশাপাশি লাগবে ফটোকপিও।
বিজনেস স্টাডিজ অনুষদে লিখিত পরীক্ষায় পাস করেছে ১ হাজার ৮৬৬ জন। এ অনুষদের ভাইভার তারিখ এখনও জানানো হয়নি। তারিখ ঘোষণা হলে সে অনুযায়ী ভাইভার দিন এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট (মূল সনদ ও ১ সেট ফটোকপি), কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র (মূল সনদ ও ফটোকপি), ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, মিলিটারির সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের সনদ (মূল সনদ ও ফটোকপি), সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে।
বিজ্ঞাপন
আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদে লিখিত পরীক্ষায় পাস করেছে ২ হাজার ২৯ জন। আগামী ২৪ ও ২৭ মার্চ উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা হবে। সেদিন শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের সার্টিফিকেট ও মার্কশিট, এইচএসসি ও সমমানের সার্টিফিকেট ও মার্কশিট, কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (এক কপি রঙিন প্রিন্ট), সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের পরিচয় সনদ নিয়ে যেতে হবে।
সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুষদে লিখিত পরীক্ষায় পাস করেছে ১ হাজার ৫০০ জন। তাদের ভাইভা আগামী ২৮ ও ২৯ মার্চ। সেদিন এসএসসি-এইচএসসি ও সমমানের সার্টিফিকেট, মার্কশিট (মূল সনদ ও এক সেট ফটোকপি), কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, মিলিটারির সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের সনদ, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে।
গত ১১ মার্চ বিইউপির বিজনেস স্টাডিজ অনুষদ এবং আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরের দিন ১২ মার্চ হয় সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা। চার অনুষদের এই ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনা মোট চারটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
এএজে/আরএইচ