সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়েছে। আজ (সোমবার) বা মঙ্গলবার যেকোনো সময়ে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। আশা করি ফলাফল হাতে আসার এক ঘণ্টার মধ্যেই আমরা প্রকাশ করতে পারব।

সম্ভাব্য দিন জানতে চাইলে এনায়েত হোসেন বলেন, আমরা এইটুকু বলতে পারি, মঙ্গলবারের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে এর আগে নির্দিষ্ট করে কোনো সময় বলতে পারছি না। আমরা প্রস্তুত, ফলাফল হাতে পেলেই প্রকাশ করা হবে।

টিআই/এমএইচএস