নীলক্ষেতে এবার সড়কে নেমেছেন হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা
পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজ অব হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা
দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন কলেজ অব হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিক থেকে এই সড়ক অবরোধ করেছেন তারা।
গতকাল দিনভর এই সড়ক অবরোধ করে রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা, ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরীক্ষা চলবে- বিকেলের দিকে এই ঘোষণা আসার পর শিক্ষার্থীরা সড়ক ছাড়লে নীলক্ষেতের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
আজ যে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন তারা বলছেন, ২০১৯ সালে শেষ বর্ষের পরীক্ষা আজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত দুই দিন আগে শিক্ষামন্ত্রীর ঘোষণায় এসব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। সড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীরা ‘১৯ সালের পরীক্ষা, একুশে ধোঁয়াশা’, ‘ঘোষিত পরীক্ষা বাতিল হতে দিব না, দিব না’, ‘পরীক্ষা চাই, পরীক্ষা চাই’ এসব স্লোগান দিতে থাকেন।
নুজহাত নিসা নামে এক শিক্ষার্থী বলেন, সাত কলেজের পরীক্ষা চললে আমাদের দোষ কোথায়? আমরাও এসব পরীক্ষা দিতে চাই। সামিরা আঁখি নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা চাই আমাদের স্থগিতকৃত পরীক্ষা নেওয়া হোক। আমরা এক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি। আমরা পরীক্ষা দিতে চাই। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চললেও আমাদের দোষ কোথায়?
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১১টায় তাদের সাথে দেখা করতে যান কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ ইসমাত রুমিনা। সেখানে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকায় ব্যর্থ হয়ে তিনি ফিরে যান।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোতে মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ। ২৩ ফেব্রুয়ারি সরকারি সাত কলেজের চলমান ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপরই ওই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে নামেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষা চলবে বলে ঘোষণা দেওয়া হয়। পরীক্ষার নতুন রুটিনও প্রকাশ করা হয়।
• এই প্রতিবেদনের পরবর্তী আপডেট : হোম ইকোনমিক্সের শিক্ষার্থীদের উঠিয়ে দিয়েছে পুলিশ
এনএফ