জাতির পিতার সমাধিতে বিডিইউ উপ-উপাচার্যের শ্রদ্ধা
জাতির পিতার ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
সোমবার (২৯ আগস্ট) তারা এই শ্রদ্ধা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্যের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এএজে/এমএ
বিজ্ঞাপন