ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০১৮ সালের স্নাতক চতুর্থ বর্ষের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সাত কলেজের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আবেদনকৃত ৫১৩ শিক্ষার্থীর মধ্যে ২৫ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে ইংরেজি বিভাগের ৫ জন, বাংলা বিভাগের ১ জন, দর্শন বিভাগের ১ জন, হিসাববিজ্ঞান বিভাগের ১ জন, ব্যবস্থাপনা বিভাগের ১ জন, গণিত বিভাগের ৫ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৩ জন এবং রসায়ন বিভাগের ৮ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এর আগেও পূণঃনিরীক্ষণের ফলে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তনের রেকর্ড রয়েছে। গত বছরের ৩১ আগস্ট সরকারি সাত কলেজের ২০১৮ সনের চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রকাশিত ফলে চরম বিপর্যয় দেখা যায়। মোট ৮৮৫ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ছিল মাত্র ৩২ শতাংশ। 

সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ২০৯ জন শিক্ষার্থীর মধ্যে শুধুমাত্র ‘আমেরিকান পোয়েট্রি’ বিষয়েই ফেল করেন ১০৮ জন শিক্ষার্থী। এরপর বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ের খাতা পুনঃমূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে। ফেল করা ৩৪ জন শিক্ষার্থী খাতা পুনঃমূল্যায়নের পর পাস করেন।

এনএম/আরএইচ