বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের মানোন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক সভায় অস্ট্রেলিয়ান এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের প্রতিনিধিরা তাদের আগ্রহ প্রকাশ করেন।

অস্ট্রেলীয় প্রতিনিধিরা বাংলাদেশের উচ্চশিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান (অতিরিক্ত দায়িত্ব) সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, বিগত বছরগুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে বেশ কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাঠ্যক্রমে নতুন নতুন বিষয় অনুমোদন ও শিক্ষার যথাযথ মান বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের উচ্চশিক্ষার তথ্য ব্যবস্থাপনাও আধুনিকীকরণ করা হচ্ছে যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়নে সহায়ক হবে।

সভায় নয়াদিল্লির অস্ট্রেলিয়ান হাইকমিশনের শিক্ষা ও গবেষণা বিষয়ক কাউন্সিলর ব্রেট গাল্ট-স্মিথ অস্ট্রেলিয়ান শিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় মাল্টিলেটারাল পলিসি, ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ব্রাঞ্চের পরিচালক জেন আজুরিন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশনস রেকগনিশেন সিস্টেম বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের কান্ট্রি এডুকেশন প্রোফাইল হালনাগাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য ইউজিসির প্রতি আহবান জানান।

বাংলাদেশের কোয়ালিফিকেশনস রেকগনিশেন সিস্টেম ও এর সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাদার সংগঠন সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন ইউজিসির তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া।

সভায় আরও বক্তব্য দেন খুলনা বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. মুরছালিন বিল্লাহ ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর তাহলীল মুন।

এনএম/ওএফ