অভিভাবকদের কেউ ছিলেন অপেক্ষায়, কেউ প্রার্থনায়
করোনা ও বন্যায় কয়েক দফা পিছিয়ে সাত মাস পর আজ (৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে কারও সঙ্গে এসেছেন মা, আবার কারও সঙ্গে বাবা। এদের মধ্যে কেউ অপেক্ষা ছিলেন সন্তানের হল থেকে বের হয়ে আসার, আবার কেউ সন্তানের সাফল্য কামনায় ব্যস্ত সময় পার করছিলেন প্রার্থনায়।
রোববার (৬ নভেম্বর) রাজধানীর সরকারি বদরুন্নেসা মহিলা কলেজসহ আশপাশের কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
পরীক্ষা কেন্দ্রের বাইরে আব্দুল করিম নামে এক অভিভাবকের সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। তিনি বলেন, সন্তান পরীক্ষা দিচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, যেন সে সাহস পায়।
সারাহ কবির নামে আরেক অভিভাবক বলেন, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। আমি বাইরে অপেক্ষা করছি আর তার জন্য দোয়া করছি। সে কেন্দ্রে প্রবেশের পর থেকেই আমি কোরআন তেলাওয়াত করছি।
বিজ্ঞাপন
এ বছর সাধারণ ৯ শিক্ষা বোর্ডে আজ প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয়েছে দুপুর ১টায়। অপরদিকে আলিম পরীক্ষার্থীদের কোরআন মাজিদ পরীক্ষা আজ শেষ হয়েছে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিএম/বিএমটি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে। এবারের পরীক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
এমএম/এমএইচএস