জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, বর্তমান সময়ের আধুনিক বিষয় হচ্ছে ফ্যাশন টেকনোলজি। ফ্যাশনকে আমরা যতোই আধুনিক করি প্রকৃতির অ্যাবসোলিউট রঙের কাছে যাওয়া খুবই কঠিন। আমরা যা কিছু করছি তার সব কিছুই প্রকৃতির মধ্যে আছে।

তিনি বলেন, যে রঙে আপনি সাজাতে চান, সৃজনশীলতায় যা কিছু করতে চান— সেটির সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের প্রকৃতি। প্রকৃতি থেকে আপনি অনবরত নিতে পারবেন। ফ্যাশন অ্যান্ড টেকনোলজি হচ্ছে জরুরি ও সমকালীন বিষয়। আপনি যতোই আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবেন, ততবেশি প্রকৃতিকে সুরক্ষা করতে হবে। প্রযুক্তির পূর্ণাঙ্গ বিকাশের স্বার্থে প্রকৃতি সুরক্ষা অপরিহার্য। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় অ্যাপারেল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ এবং স্মার্ট বাংলাদেশ গড়ায় অ্যাপারেল ও ফ্যাশন ডিজাইন প্রফেশনাল কোর্সের গুরুত্ব শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। 

উপাচার্য বলেন, আমরা যেন ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে এমন জায়গায় না পৌঁছাই যেখানে এর প্রকৃত শিক্ষককে ধ্বংস করা হয়। যদি প্রকৃতি আমাদের হাতে ধ্বংস হয়ে যায়, মনে রাখবেন আমাদের সব সৃজনশীলতার মূল রিসোর্স নিঃশেষ হয়ে যাবে। সুতরাং প্রযুক্তির বিকাশের সঙ্গে প্রকৃতিকে আরও বেশি আধুনিক, সুন্দর ও অপরূপ সাজে রাখার দায়িত্ব ফ্যাশন ডিজাইনার এবং প্রাকটিশনারদের বড় কাজ। প্রকৃতির সঙ্গে বিজ্ঞানের, প্রযুক্তির ও সৃজনশীলতার সমন্বয় করতে পারলে এক অভাবনীয় সুন্দর পৃথিবী তৈরি হবে।

শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, চার বছর তোমরা এই ক্যাম্পাসে পড়ালেখা করবে। এ সময়ের মধ্যে চাইলে দুর্দান্ত কিছু করা সম্ভব, যদি সময়টাকে কাজে লাগাও। চার বছর যদি কাজের মধ্যে কাটাও, সৃজনশীলতা ও মেধা-মনন বিকাশের মধ্যে কাটাও তাহলে তুমি অনেক বেশি আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হবে। গ্লোবাল ওয়ার্ল্ডে গ্লোবাল সিটিজেন হবে। নবীন-বরণের দিনে সিদ্ধান্ত নিতে হবে কোনটি বেছে নিবে। বাংলাদেশ পাল্টে গেছে। নতুন কিছুর সঙ্গে যদি নিজেকে না পাল্টাতে পারো, তাহলে সেটি একটি সংকট বয়ে আনতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপারেল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার আফসানা জাহান মিম। এতে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাপারেল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

এমএম/কেএ