বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নতুন ভিসি নিয়োগ ও কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানুকে ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি প্রফেসর এম আবদুল মান্নানের মেয়াদ ২৩ মার্চ শেষ হওয়ায় পরবর্তী ভিসি নিয়োগ ও কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তকালীন ব্যবস্থা হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. নাসিম বানু নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্যের দৈনন্দিন দায়িত্ব পালন করবেন। ২৩ মার্চ বাউবির উপাচার্য অধ্যাপক ড. এম আবদুল মান্নানের দুই মেয়াদে দীর্ঘ আট বছর শেষ কর্মদিবস ছিল।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. নাসিম বানু। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, এ শর্তে তাকে নিয়োগ দিয়েছে সরকার।

নাসিম বানু ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি ইবির যৌন নির্যাতন প্রতিরোধ সেলের আহ্বায়ক ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯১ সালে বুয়েট থেকে এমইউআরপি ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে তিনি জন্মগ্রহণ করেন।

এনএম/জেডএস