ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

শনিবার (২৩ মার্চ) শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, জিয়া রহমান একজন বিশিষ্ট অপরাধবিজ্ঞানী, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। তিনি ঢাবির শিক্ষক সমিতিসহ বিভিন্ন প্রশাসনিক পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন।

তিনি বলেন, অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবককে হারালো। এ শিক্ষকের মৃত্যু দেশ, জাতি, শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

প্রফেসর আলমগীর তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এনএম/এসএসএইচ