জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র বিতরণ শুরু ১৩ অক্টোবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ শুরু হচ্ছে আগামী ১৩ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসসহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে ধাপে ধাপে এই বিতরণ কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
রোববার (৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ বা তাদের অনুমোদিত প্রতিনিধি (পরীক্ষা কমিটির অন্তত একজন সদস্যসহ) প্রাধিকারপত্র নিয়ে নির্ধারিত কেন্দ্র থেকে উত্তরপত্র সংগ্রহ করবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা মহানগর এবং ফরিদপুর ও রাজবাড়ী জেলার কলেজগুলোর উত্তরপত্র বিতরণ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস থেকে ১৩ অক্টোবর। একই দিনে খুলনা বিভাগ ও গোপালগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলোর সামগ্রীও বিতরণ করা হবে খুলনা আঞ্চলিক কেন্দ্র থেকে।
পরবর্তী ধাপে, ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিতরণ করা হবে বরিশাল বিভাগ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা, রংপুর বিভাগ, এবং রাজশাহী বিভাগের (বড় বটতলা, রাজশাহী ও বগুড়া আঞ্চলিক কেন্দ্র) পরীক্ষার উত্তরপত্র।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অন্যদিকে, ২০ অক্টোবর (সোমবার) উত্তরপত্র বিতরণ করা হবে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ও ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র থেকে। এসব কেন্দ্রে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গাসহ সংশ্লিষ্ট জেলার কলেজগুলো তাদের প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী গ্রহণ করবে।
এছাড়া, বিতরণ কার্যক্রম সঠিকভাবে করতে প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সময়মতো উপস্থিত থাকার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
আরএইচটি/এমজে