বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন/ ফাইল ছবি

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) অধিদপ্তর থেকে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা, সরকারি বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে দিবসটি উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোকে অনলাইন আলোচনা সভা ও সেমিনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করে পাকিস্তানি বাহিনী । পরে তাকে পাকিস্তানে নিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়। কারাবরণ শেষে ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি তিনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। দিনটি সারাদেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

এনএম/এসআরএস