বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ভর্তিতে নতুন নীতিমালা জারি
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আরও স্বচ্ছ ও আধুনিক করতে নতুন ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালায় ভর্তির যোগ্যতা, বয়সসীমা, আসন নিরূপণ ও ভর্তি প্রক্রিয়ার ধাপগুলো বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
নীতিমালায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকলে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়স ৬-এর অধিক নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর হতে হবে। যেমন- ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হতে কোনো শিক্ষার্থীর জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮–এর মধ্যে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঁচ বছরের বয়স সুবিধা প্রযোজ্য হবে।
নীতিমালায় আরও বলা হয়, শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী থাকতে পারবে।
বিজ্ঞাপন
ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আগের মতো কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে, যার তারিখ ও সময় নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আর পুরো লটারি পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানেরা তাদের বিদ্যালয়ের শ্রেণিভিত্তিক শূন্য আসনের সংখ্যা নির্ধারণ করে ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠানের সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য আপলোড করবেন।
নতুন নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন—
আরএইচটি/এমজে