বাংলাদেশের জুনিয়র গ্রেডের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। 

রয়্যাল কমনওয়েলথ সোসাইটি থেকে পাঠানো চিঠিতে আনানকে তার এই আন্তর্জাতিক স্বীকৃতির কথা জানিয়েছে। আনান মুস্তাফিজ রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী।

‘দ্য সিক্রেট ডোর টু আ চাইল্ডস পারফেক্ট ওয়ার্ল্ড’ শিরোনামে আনানের লেখাটি ছিল এক শিশুর কল্পনার সুন্দর এক পৃথিবী, যেখানে সব শিশু নিরাপদ ও আনন্দময় শৈশব অতিবাহিত করে। শেখার সুযোগ পায় স্বাধীনভাবে এবং শিক্ষকদের আদর স্নেহে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও শিশুর জন্য নিরাপত্তাহীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আনানের স্বপ্নের জগৎ। সে চায় নিরাপত্তা, মানবতায় পূর্ণ শৈশব। আনান তার লেখা শেষ করে এই বলে, সে যখন আবার বাস্তবে বর্তমান সময়ে নিজ পড়ার টেবিলে ফিরে আসে তখন সব কিছুই ছিল স্বাভাবিক। কিন্তু হাতের মুঠিতে ঠিকই রয়ে যায় কল্পনার রাজ্যের ছোট্ট মেয়ে তৃমার দেওয়া গাছের বীজটি। যে বীজ থেকে জন্ম নিবে ‘আশা বৃক্ষ’।  

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আনান জানায় সে দারুণ খুশি। এবারের গোল্ড অ্যাওয়ার্ড প্রাপ্তি আগামী বছর আরও ভালো করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 

আনান জানায়, ‘গত মে মাসে স্টান্ডার্ড ফোর-এ পড়ার সময়ই সে রচনাটি পাঠিয়েছিল। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ার কথা জানিয়েছে। চিঠির সঙ্গে তারা সনদের ডিজিটাল কপিও পাঠিয়েছে’। 

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি স্কুল শিক্ষার্থীদের জন্য প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করছে। চলতি বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের ৫৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে অংশ নেয়। এটি গত বছরের চেয়ে ৫৩ শতাংশ বেশি।

উল্লেখ্য, ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালের ক্যুইজ প্রতিযোগিতায় আনান মুস্তাফিজ প্রথম হয়। আনান ‘টক উইথ আনান’ শিরোনামে দেশ-বিদেশের সেলিব্রেটিদের নিয়ে টক শো’র উপস্থাপক, যা তার ইউটিউব চ্যানেল মুগলি’স ওয়ার্ল্ড-এ প্রচারিত হয়। এছাড়াও সে নিয়মিত গল্প লিখে থাকে।

আনান মুস্তাফিজের বাবা রহমান মুস্তাফিজ সিনিয়র সাংবাদিক এবং মা কাজী তামান্না আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক, একইসঙ্গে তিনি সিনিয়র সংবাদ উপস্থাপক ও চিত্রশিল্পী।

এমএসএ