সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেছেন, ক্ষমতা বা পদমর্যাদার বাইরে খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও সাহসের প্রতীক। তিনি অবমাননা, অবিচার, কারাবরণ ও দীর্ঘ অসুস্থতার মধ্যেও মাথা নত করেননি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ গণতন্ত্রের এক অভিভাবককে হারিয়েছে। যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি দায়িত্বকে ক্ষমতার ঊর্ধ্বে রেখে দেশপ্রেমের প্রকৃত অর্থ শিখিয়ে গেছেন। তার আপসহীন নেতৃত্ব দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ গুণে একজন দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক হিসেবেই তিনি ইতিহাসে স্থান করে নিয়েছেন।

উপাচার্য আরও বলেন, আজ দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। একটি প্রজন্ম তার অভিভাবক, নেতা ও অনুপ্রেরণার উৎসকে হারিয়েছে। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।

এর আগে, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরএইচটি/এসএম