আপিল বিভাগ থেকে বহু কাঙ্ক্ষিত রায় পাওয়ার পর অনেকটা উজ্জীবিত বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রিটকারী আড়াই হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের রায় বাতিল করে দিল আপিল বিভাগ। ফলে আইন অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে আর কোনো বাধা নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর।

সোমবার (২৮ জুন) এনটিআরসিএর বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, বহুল কাঙ্ক্ষিত এ রায় আমাদের পক্ষে এসেছে। আমরা আজকে বিকেলেই মিটিংয়ে বসবো। এর মধ্যে টেলিটকের সঙ্গে কথা বলতে হবে। আমরা চাইবো আজকে রাতেই সুপারিশ করতে। না পারলে কালকেই আশা করছি ফল প্রকাশ করতে পারবো।

তিনি বলেন, এটি একটু যুগান্তকারী রায়। এ রায়ের ফলে ভবিষ্যতে কেউ আর এ রিট নিয়ে চিন্তা করতে পারবে না। মেধাবীরা নিয়োগ পাচ্ছে এটাই বড় অর্জন বলে মনে করি।

রোববার (২৭ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১-১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারীদের নিয়োগের সুপারিশের বিরুদ্ধে আপিলের শুনানি হয়। ওইদিন রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএর করা আপিলের শুনানির কথা ছিল। আদালত সোমবার (২৮ জুন) এ আদেশ দেন।

এর আগে ২২ জুন রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত না করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

গত ১৩ জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১-১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

এনএম/এসএম