ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি শুরু হয়েছে। রোববার (১০ জানুয়ারি) প্রথমবারের মতো অভিভাবকদের উপস্থিতি ছাড়াই এ লটারি আয়োজন করা হয়েছে। 

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্কুলের ফেসবুক পেজ ‘নূন বাতায়নে’ তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ৮টায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বেইলি রোডের প্রধান ক্যাম্পাসে প্রথম শ্রেণির ভর্তি লটারি কার্যক্রম শুরু হয়। এদিন (১০ জানুয়ারি) মূল প্রভাতির সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা, ধানমন্ডি দিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা, বসুন্ধরা প্রভাতির বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

এর মধ্যে মূল প্রভাতিতে ৩০টি, ধানমন্ডি ৮০টি ও বসুন্ধরা প্রভাতিতে ১৮০টি আসনে আসনে শিক্ষার্থী ভর্তির জন্য লটারি আয়োজন করা হবে। এতে শিক্ষা মন্ত্রণালয়ে ২ শতাংশ, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সন্তানদের জন্য ৬ শতাংশ ও প্রতিবন্ধী কোটায় ২ শতাংশ মিলে মোট ১০ শতাংশ কোটা অনুসরণ করা হচ্ছে।

ভিকারুননিসা নূন স্কুলস এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সভাপত্বিতে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাঞ্চের শাখা প্রধান শিক্ষক, সরকারি প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি উপস্থিত লটারিতে উপস্থিত ছিলেন।

লটারি কার্যক্রম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ফেসবুক পেজ (https://www.facebook.com/www.vnsc.edu.bd) ও ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/c/ViqarunnisaNoonSchoolCollege) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সোমবার (১১ জানুয়ারি): ইংরেজি প্রভাতির সাড়ে সকাল ৮টা থেতে সকাল সাড়ে ১০টা, আজিমপুর দিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা ৩০ মিনিট, ধানমন্ডি প্রভাতির ২টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা, বসুন্ধরা দিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লটারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ জানুয়ারি): মূল দিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা, ইংরেজি দিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা, আজিমপুর প্রভাতির বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লটারি অনুষ্ঠিত হবে।

লটারি সম্পন্ন হওয়ার পর ফলাফল ওই দিনই প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.vnsc.edu.bd ও স্ব স্ব শাখার নোটিশ বোর্ডে পাওয়া যাবে। ভর্তিতে যেসব প্রার্থী বোন/মুক্তিযোদ্ধা/ক্যাচমেন্ট (সেবা অঞ্চল) কোটায় প্রাথমিক বাছাইয়ে সুযোগ পাবে তারা কোটার বাইরেও সাধারণ কোটায় অংশ নিতে পারবে।

এনএম/ওএফ