সদ্য প্রকাশিত সংশোধনীতে আলিম মাদরাসায় নতুন তৈরি করা ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদ বিলুপ্ত করে ‘সহকারী অধ্যাপক’ পদটি বহাল রাখাসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন। সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

তাদের দাবি গুলো হচ্ছে— শিক্ষা মন্ত্রণালয়ের ২০১০ সালে জারি করা পরিপত্র মোতাবেক সকল পর্যায়ের মাদরাসার প্রশাসনিক (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার) পদে নিয়োগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংশোধন পূর্বক সকলের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করা, সদ্য প্রকাশিত সংশোধনীতে আলিম মাদরাসায় নতুন সৃষ্টি হওয়া জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করে সহকারী অধ্যাপক পদটি বহাল রাখা, সংশোধনীতে জনবল কাঠামোতে প্রভাষক (গণিত) পদ পুনরায় অন্তর্ভুক্ত করা, সংশোধনীতে চাকরি কাল ৮ বছর পূর্তিতে সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ রাখা এবং সংশোধনীতে গ্রন্থাগারিক ও সহগ্রন্থাগারিক পদে জেনারেল ধারায় শিক্ষিত প্রার্থীর আবেদনের সুযোগ রাখা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ দোলোয়ার হোসেন বলেন, স্কুল-কলেজের আনুপাতিক হারে মাদরাসা জাতীয়করণ করে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করার আহ্বান জানাচ্ছি। এছাড়া জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ তথ্য-প্রযুক্তিনির্ভর ও সাম্প্রদায়িকতা মুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে উপরোক্ত প্রস্তাবনা সংশোধনীতে অন্তর্ভুক্তের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি জহির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী হেলাল, শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব ওয়ালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম প্রমুখ।

এমএইচএন/এনএফ