ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (৮ আগস্ট) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে শুরু হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ (রোববার) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদ থেকেই অধিভুক্ত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করা হয়। তিনটি বিষয়ের মোট ছয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এইচআর/এনএফ