সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষাকেন্দ্রে তিন ফুট দূরত্ব বজায় রেখে বসতে হবে শিক্ষার্থীদের।  

বুধবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মিনিমাম (কমপক্ষে) তিন ফুট দূরত্ব রাখার যে বিষয়টি আমরা মানি, সেটি বজায় রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই আমরা ব্যবস্থা করছি।

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিভাবকদেরও অনুরোধ করেন ডা. দীপু মনি। 

এসএইচআর/আরএইচ