মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৩১৩ জন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ২ লাখ ৭২ হাজার ৭২২ জন।

১ লাখ ৪৪ হাজার ৪৮৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১ লাখ ৩৩ হাজার ৯০৮ জন। আর ১ লাখ ৪৮ হাজার ৮২ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৮ হাজার ৮১৪ জন।

গত বছর মাদরাসায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৭ হাজার ৫৬১ জন। এবার জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি, ৮ হাজার ২০৬ জন। জিপিএ-৫ পাওয়া ছাত্র ৬ হাজার ১০৭ জন।

এএজে/ওএফ