বাংলাদেশে এখন আগের মতো ভালো মানের সিনেমা নির্মাণ হয় না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ কারণেই দর্শকরা হল বিমুখ হয়ে গেছেন বলে মনে করেন তিনি। শনিবার (৫ মার্চ) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় লীজ এসোসিয়েশন অব কুমারখোদার আয়োজনে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে এখন ভালো গল্প নিয়ে কোনো পরিচালক ও প্রযোজক সিনেমা তৈরি করে না। তাই দেশের মানুষ হলে যায় না। মানুষ এখন ইউটিউব ও ফেসবুকে সব ভিডিও, ছবি দেখতে পায়।

ভালো গল্প-চিত্রনাট্যের সিনেমা বানাতে পারলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন কে এম খালিদ। তার ভাষ্য, ‘শুধু দর্শকদের তো দোষ দিলে হবে না। কাহিনি নির্ভর চিত্রনাট্যের অভাব আমাদের দেশে রয়েছে। কাহিনি নির্ভর চিত্রনাট্য ও মানসম্মত হল যদি আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে যে খরা যাচ্ছে, তা কাটিয়ে উঠতে পারব।’

বক্তব্যে কে এম খালিদ আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে সংস্কৃতি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এসব কেন্দ্রে একটি করে সিনে কমপ্লেক্স থাকবে।

বিএনপি-জামায়াত সরকারের দিকে আঙুল তুলে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে সংস্কৃতি খাতকে ধ্বংস করেছিল। কিন্তু পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সংস্কৃতিতে বিপ্লব ঘটিয়েছে।’

মাহিদুল মাহিদ/কেআই/আরআইজে