ভারতের অন্যতম জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। ২০১৬ সাল থেকে তুমুল জনপ্রিয়তার সঙ্গে এটি প্রচার হয়ে আসছে। অনুষ্ঠানটির প্রাণশক্তি বা সঞ্চালক কপিল শর্মা। তাকে বলা হয় ভারতের কমেডি কিং।

এছাড়াও হাস্যরসাত্মক এই আয়োজনের বিভিন্ন পর্বে অংশ নেন অর্চনা পুরাণ সিং, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, সুমনা চক্রবর্তী, চন্দন প্রভাকর, ভারতী সিং প্রমুখ। তারা প্রত্যেকেই দর্শকের কাছে দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন।

কিন্তু জানেন কি, একেকটি পর্বের জন্য এই কমেডি তারকারা কত টাকা পান? চলুন সেই তথ্যই জেনে নেওয়া যাক...

বলাই বাহুল্য, সবার চেয়ে বেশি পান কপিল শর্মা। বিভিন্ন সূত্রে জানা যায়, প্রতি পর্বের জন্য এই তারকা ৫০ লাখ রুপি পারিশ্রমিক নেন। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৫৬ লাখ টাকারও বেশি।

কপিলের পর এই আয়োজনে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন সুনিল গ্রোভার। তিনি ডক্টর মশুর গুলাটি চরিত্রে পারফর্ম করতেন। তবে কপিলের সঙ্গে একটি ঝামেলার কারণে তিনি আর এখন অনুষ্ঠানটিতে কাজ করেন না।

বর্তমানে কপিল শর্মা শো’র অন্যতম প্রাণ কিকু শারদা ও ক্রুষ্ণা অভিষেক। এর মধ্যে প্রতি পর্বের জন্য কিকু নেন ৫ থেকে ৭ লাখ রুপি। আর ক্রুষ্ণা নেন ১০ থেকে ১২ লাখ রুপি।

ভারতী সিং সব পর্বে পারফর্ম না করলেও তিনি কপিল শর্মা শো’র পরিচিত মুখ। একেকটি পর্বের জন্য তিনি ১০ থেকে ১২ লাখ রুপি পারিশ্রমিক নেন। চান্দু চাওয়ালা রূপে যিনি অভিনয় করেন, সেই চন্দন প্রভাকর প্রতি পর্বের জন্য পারিশ্রমিক নেন ৭ লাখ রুপি। এছাড়া সুমনা চক্রবর্তীও ৭ লাখ রুপি করে পান।

অনুষ্ঠানটিতে পারফর্ম না করেও মোটা অংকের অর্থ পান অর্চনা পুরাণ সিং। কেবল চেয়ারে বসে বসে হাসাই তার কাজ। এর জন্যই তিনি প্রতি পর্বে ১০ লাখ রুপি পান বলে জানা যায়।

কেআই