‘ব্যাচেলর পার্টি সং’য়ের গায়ক কে এই আহমেদ সৌরেন?
সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর থিম সংটি গেয়েছেন আহমেদ সৌরেন। একাধারে তিনি একজন সুরকার-সংগীত পরিচালকও। এরইমধ্যে প্রায় ৩৫টি প্রজেক্টে কাজ করেছেন এই তরুণ। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ব্যাচেলর পার্টি সং’।
আহমেদ সৌরেন জানান, ২০১৮ সালে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে তার পরিচয়। তখন অমি নতুন মিউজিক প্রডিউসার খুঁজছিলেন। তিনিই তাকে প্রথম নাটকে কাজ দেন। অমির ‘ট্যাটু-৩’ নাটকে করা ‘কাছে আসো’ গানটি দিয়ে সৌরেনের সংগীত ক্যারিয়ার শুরু। এরপর অমির প্রায় সবগুলো প্রজেক্টে করেছেন সৌরেন।
বিজ্ঞাপন
এছাড়া আরও অনেকের সঙ্গে কাজ করেছেন এই গায়ক, সংগীত পরিচালক। তাদের মধ্যে অন্যতম শামীম হাসান সরকার। শামীমের সঙ্গে ‘ম্যাংগো স্কোয়াড’ এর বেশ কয়েকটা প্রোডাকশনে কাজ করেছেন তিনি। যেগুলো প্রশংসিতও হয়েছে।
আহমেদ সৌরেন বলেন, ‘ওএসটি বা অরিজিনাল সাউন্ড ট্র্যাকের ওপরেই দক্ষতা এবং আগ্রহের কারণে এই কাজগুলো সবচেয়ে বেশি করি আমি। সব মিলিয়ে প্রায় ৩৫টি প্রজেক্টে কাজ করেছি। তার মধ্যে বেশ কয়েকটা কাজ জনপ্রিয়তা পেয়েছে। সংগীত নিয়ে আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখি আমি।’
বিজ্ঞাপন
‘ব্যাচেলর পার্টি সং’ ছাড়াও আহমেদ সৌরেনের কাজের মধ্যে উল্লেখযোগ্য-‘দই’, এক্স বয়ফ্রেন্ড’, ‘সানগ্লাস’, ‘ইউ অ্যান্ড মি’, ‘টম অ্যান্ড জেরি’, ‘এক্স গার্লফ্রেন্ড’ প্রভৃতি নাটকের টাইটেল। এছাড়াও তার করা কিছু কাজ প্রশংসা কুড়িয়েছে।
শিগগিরই বঙ্গ এবং ইউটিউবে উন্মুক্ত হবে সৌরেনের করা ধারাবাহিক নাটক ‘কূল-এজ’-এর গান। যেটির নির্মাতা নাজমুল হুদা। এছাড়া আগামী ঈদে তার করা বেশ কিছু গান প্রকাশ পাবে।
উল্লেখ্য, আহমেদ সৌরেনের বাবা আহমেদ ফজোল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘নোভা’র গায়ক। বাবার সঙ্গে গিটার বাজিয়েই সৌরেনের সংগীতে হাতেখড়ি। তার মা শায়লা শারমিন বাফা থেকে রবীন্দ্রসংগীতের চর্চা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। বাবা-মার উৎসাহেই সংগীত নিয়ে এগিয়ে যাচ্ছেন এই তরুণ।
আরআইজে