প্রাণচঞ্চল কয়েকজন তরুণের ব্যান্ড ‘কুঁড়েঘর’। এর প্রাণভোমরা তথা গায়ক হলেন তাশরীফ খান। অন্তর্জালে তাদের গানের জনপ্রিয়তা ব্যাপক। নতুন গান প্রকাশ করলেই সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে স্বল্প সময়েই।

তাশরীফের নেতৃত্বে ‘কুঁড়েঘর’ নিয়ে এসেছে নতুন গান। এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে উৎসর্গ করা হয়েছে। গানটিও সাজানো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে।

গানটির মুখ এমন- ‘বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতির জনক তুমি, তোমার জন্য বাংলা পেলাম, পেলাম জন্মভূমি’। বরাবরের মতোই কণ্ঠ দিয়েছেন তাশরীফ। তাকে সঙ্গ দিয়েছেন ব্যান্ডের অন্য সদস্যরা।

এই গানের ভিডিও বানিয়েছেন মোস্তফা খান সিহান। সিনে আই এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ভিডিওটি। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে তাশরীফ খানের ফেসবুক পেজে ভিডিওসমেত গানটি উন্মুক্ত করা হয়। মাত্র ৫ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়ে গেছে ১০ লাখ!

এ বিষয়ে তাশরীফ খান বলেন, ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ। আমাদের তরুণ সমাজের কাছে দলমত নির্বিশেষে তিনি অমর হয়ে থাকবেন। তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।’

উল্লেখ্য, কেবল গান নয়, সামাজিক ও মানবিক কাজেও তাশরীফ খানের ভূমিকা অসামান্য। প্রায়শই তিনি মানুষের সহযোগিতায় কাজ করেন। কখনো গোলাপ ফুলের সঙ্গে অর্থ মুড়িয়ে উপহার হিসেবে তুলে দেন নিম্নবিত্ত মানুষের হাতে, কখনো আবার নিজ উদ্যোগে কোনো অসুস্থ-অসহায় মানুষের চিকিৎসার জন্য অর্থের জোগাড় করে দেন। গানের মতো তাশরীফের এই অনন্য কাজগুলোতেও মানুষ নিয়মিত মুগ্ধ হয়।

কেআই