ঝুম বৃষ্টি, ট্রান্সমিটার ব্লাস্ট, তবুও এত দর্শক!
শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। তবে এ বছর বসন্তেই যেন গ্রীষ্মের তাপদাহ চলে এসছে। গত কিছুদিন ধরেই অসহনীয় গরম পড়ছে। সেই উষ্ণতার গায়ে শীতল জলধারা হয়ে নেমেছে বৃষ্টি। রোববার (২৭ মার্চ) রাতে রাজধানী শহর ঢাকা ভিজেছে বছরের প্রথম বৃষ্টিতে।
হালকা নয়, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল বাতাসও। এমন বৈরি পরিস্থিতিতেই রাজধানীর মোহাম্মদপুরে বসেছে গানের আসর। ‘জয় বাংলা স্বাধীনতা কনসার্ট’ নামের এ আয়োজন মাতিয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’।
বিজ্ঞাপন
আচমকা নেমে আসা বৃষ্টির সঙ্গে আরও একটি প্রতিকূলতা এদিন বাধা হয়ে দাঁড়ায়। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড মাঠে কনসার্টের আয়োজন হয়। ঝড়ো বৃষ্টির কারণে সেখানকার বেশ কয়েকটি বৈদ্যুতিক টান্সমিটার পরপর ব্লাস্ট হয়।
এমন পরিস্থিতিতে কনসার্ট চালিয়ে নেওয়াই ছিল কঠিন। করলেও তাতে মাঠভর্তি দর্শক আশা করা যায় না। কিন্তু ব্যান্ডটা যখন ‘অ্যাশেজ’, তখন ভক্তদের আটকে রাখে কে! ঠিক তাই, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সলিমুল্লাহ রোড মাঠে রোববার রাতে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল। ভেজা মাঠে, কাদাজলে পা মাড়িয়েই বিপুল উচ্ছ্বাস নিয়ে তারা গান উপভোগ করেছে। প্রিয় ব্যান্ডের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছে।
বিজ্ঞাপন
অসাধারণ এই অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন ব্যান্ডের সদস্যরাও। ‘অ্যাশেজ’-এর প্রতিষ্ঠাতা ও গায়ক জুনায়েদ ইভান ঢাকা পোস্টকে বলেন, ‘বছরের প্রথম বৃষ্টি ছিল গতকাল। হাজার হাজার মানুষ বৃষ্টিতে ভিজেছেন। কিন্তু কনসার্ট ছেড়ে চলে যাননি। রাত ১০টার দিকে আমরা যখন স্টেজে উঠি, তখন মাঠে তিল ধরার জায়গা ছিল না। একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। মানুষের এই অকৃত্রিম ভালোবাসায় আমরা অবাক এবং আবেগতাড়িত হয়েছি।’
বৃষ্টির কারণে সাউন্ড সিস্টেমের লোকজন জানায়, কনসার্ট চালিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। কারণ মনিটরগুলো ভিজে গেছে। এরপর জুনায়েদ ইভান তাদেরকে জানান, এতগুলো মানুষ বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেছে। প্রয়োজনে আরও কিছু সময় বিলম্ব করে হলেও শো শুরু করতে হবে। সে মোতাবেক কনসার্ট সম্পন্ন করা হয়।
জুনায়েদ ইভান বলেন, ‘এই মাঠে আগে কখনো কনসার্ট করা হয়নি আমাদের। প্রথম কনসার্টেই অসাধারণ অভিজ্ঞতা হলো। সারাজীবন মনে রাখার মতো একটি রাত কেটেছে। প্রতিটা গানে মানুষ আমাদের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। তাদের এই ভালোবাসার কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ।’
এদিকে বেশ কিছুদিন ধরে টানা কনসার্ট করছে ‘অ্যাশেজ’। চলতি সপ্তাহে তাদের আরও ছয়টি কনসার্ট রয়েছে। এগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে মুন্সিগঞ্জের রামপাল ডিগ্রি কলেজ মাঠ, নোয়াখালীর মাইজদী কোর্টের বিজয় মঞ্চ, ঢাকার ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুরের কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠ, ও আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে।
কেআই