প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সাজেদ ফাতেমীর নতুন গান ‘চার দেয়ালে শৈশব’। শৈশবের বন্দিত্ব নিয়ে গানটির কথা লিখেছেন সাংবাদিক সাজ্জাদ হোসেন। সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রোমেল হাসান। ভিডিও নির্মাণে খান মাহী।

গানটি নিয়ে সাজেদ ফাতেমী বলেন, ‘সমাজে বড় পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এই ভাঙন চলছে বহু আগে থেকেই। গ্রামীণ জীবনের অবসান ঘটিয়ে শহুরে নাগরিক জীবনের পানে ধাবিত হওয়ার প্রক্রিয়াও চলছে সমানে। শহর ঢুকে পড়েছে গ্রামে। এগুলো সবই চলবে। কিন্তু একটি বিষয় আমাদের এই দুই জীবনকেই শংকিত করে তুলেছে। একটি বড়জোর দুটি সন্তানের পরিবারগুলো ভীষণরকম এককেন্দ্রিক হয়ে পড়েছে। সেই ভাবনা থেকেই আমার এই গান।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের নিজের ছোট্ট শিশু সন্তানটিকে সময় দেয়ার সময়ও যেন ফুরিয়ে গেছে। আমরা ধীরে ধীরে কেমন যেন যন্ত্রে পরিণত হচ্ছি। মনো ফ্যামিলি বা একক পরিবারের সন্তানদের নিঃসঙ্গতা ও হাহাকার ফুটে উঠেছে গানটিতে।’

গত ৭ এপ্রিল ইউটিউবে ধ্রুব মিউটিক স্টেশন চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশ-বিদেশের একাধিক অ্যাপে।

আরআইজে