অবনী মাহবুব

ভালোবাসা দিবসে ভিডিও আকারে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী অবনী মাহবুবের নতুন গান 'আমার একলা বাড়ির কোন'। এটি গায়িকার দ্বিতীয় মৌলিক গান। কথা ও সুর করেছেন কলকাতার শিল্পী অরুণাশীষ রায়। সংগীতায়োজনে বাংলাদেশের রেজওয়ান শেখ। 

অবনী বলেন 'এই গানটি আমার জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ গানটির কথা, সুর, সংগীতায়োজন খুব যত্ন নিয়ে করা হয়েছে। বলতে পারেন প্রজেক্টটি আমার মনের মতো হয়েছে। আশা করি শ্রোতাদের ও হৃদয় ছুঁয়ে যাবে।’ 

অবনী মাহবুব

অবনী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি অবমুক্ত করেন। ভিডিওটি তৈরি করেছে কলকাতার 'আমরা ছবিওয়ালা'। এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সুজিত ঘোষ ও অভিনেত্রী বিনীতা গুহা। অবনী জানান, খুব শিগগিরই গানটি স্পটিফাই, আই টিউনস’সহ অনেকগুলো প্ল্যাটফর্মে শোনা যাবে।

আরআইজে