সুহৃদ জাহাঙ্গীর ও অরুণা বিশ্বাস

ভাষা শহীদদের নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘একজন ভাষা সৈনিকের গল্প’। এটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও গীতিকবি শহীদুল হক খান। যিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত।

ভাষা আন্দোলনের পূর্ণাঙ্গ কাহিনি তুলে ধরা হয়েছে পূর্ণদৈঘ্য এই সিনেমায়। যাতে উঠে এসেছে ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের ভূমিকা।  

শহীদুল হক খান

যেখানে ভাষা শহীদ আবদুস সালাম চরিত্রে অভিনয় করেছেন সুহৃদ জাহাঙ্গীর। একাধিক নাটক ও সিনেমায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও এবারই প্রথম কোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করলেন তিনি। যেখানে সুহৃদ সহশিল্পী হিসেবে পেয়েছেন গুণি অভিনেত্রী অরুণা বিশ্বাসকে। সম্প্রতি সিনেমাটির  দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপও করেছেন শহীদুল হক খান। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শাহেদ শরিফ খান, সুমনা সোমা, গাজী ফারুক, সুলতানা হায়দার, মনির হোসেন টিপু, নাসিম আনোয়ার, ছোঁয়া বণিক, শাহাদাত হোসেন নিপু, সানজিদা মৌ, কামাল মিনা প্রমুখ। দ্রুতই সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

আরআইজে